সকালের কুমিল্লা ডেস্ক।।
বিপ্লবী ছাত্রনেতা তারুণ্যের বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি মো নাজমুল হক সজল (বঙ্গভাই সজল)এর রুহের মাঘফেরাত কামনায় “তারুণ্যের বাংলাদেশ” সংগঠনের উদ্যাগে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড মসজিদের সামনে গরীব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয় এসময়ে কার্যক্রমের শুরু থেকে শেষ অবধি নিষ্ঠার সাথে বিতরণ পরিচালনা করেন মোহাম্মদ নাজমুল হকের পিতা মোহাম্মদ নাজিম উদ্দিন ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন শ্রদ্ধাভাজন বড় ভাই বঙ্গভাইয়ের একনিষ্ঠ সহযোদ্ধা এম. এ. এইচ. সোহাগ, সাংবাদিক মহিউদ্দিন সরকার, বন্ধুবর রেজাউল করিম পারভেজ, কে এইচ আর রুবেল, হাফেজ খন্দকার হাবিবুর রহমান,, স্নেহের ছোট ভাই মোঃ শরিফুল ইসলাম, আইয়ুবুল হক অভি, ফাহাদ হোসেন ফরহাদ ও জামিল।
সার্বিক সহযোগিতায় ছিলেনঃ সাদাত হোসেন পলাশ, আলমগীর হোসেন, জাকির হোসেন, আতিকুর রহমান শিমুল, হানিফ মামা, সজীব।