ঢাকামঙ্গলবার , ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

বরুড়ায় সাবেক মেম্বারকে কুপিয়ে হত্যা

Edited by_Sakib al Helal
ফেব্রুয়ারি ১০, ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও(মেম্বার বাড়ি) গ্রামে বজলুর রহমান মেম্বার (৬৫) নামে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম(২৮)।

পারিবারিক সূত্রে জানা যায়,বজলুর রহমানের প্রথম স্ত্রী অসুস্থ থাকায় একই গ্রামের শরাফত মিয়ার মেয়ে মোমেনাকে গত ১০ বছর পূর্বে বিবাহ করেন।বিয়ের ৭ বছর পর তাদের একটি ছেলে জন্ম হয়।বাচ্ছার বয়স আড়াই বছর।
প্রায় সময় স্বামী বজলুর রহমানের সাথে স্ত্রী মোমেনা ঝগড়া লেগে থাকতো।কিন্তু গত ৩১ জানুয়ারী দিবাগত রাতে হটাৎ কি নিয়ে ঝগড়া লেগে বজলুর রহমানকে মারাত্বকভাবে কুপিয়ে আহত করে।আহতকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ পরে ঢাকার মাতুয়াইলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়।সেখানে গত ৬ ফেব্রুয়ারী আহত বজলুর রহমানের মৃত্যু হয়।
পরে বজলুর রহমানের পুত্র আবুল হোসেন বাদী হয়ে বরুড়া থানায় ৪
জনকে আসামী করে মামলা দায়ের করেন।
আসামীরা হলেন,একই গ্রামের শরাপত আলীর মেয়ে বজলুর রহমানের স্ত্রী মোমেনা বেগম(২৮), মোমেনার ছোট ভাই জোবায়ের হোসেন(২৫),মোমেনার মা মহিপাল (৫৫) ও প্রতিবেশী মৃত জলপে আলীর ছেলে ডাঃ জহির(২৪)।
নিহত বজলুর রহমানের প্রথম সংসারে ৪ ছেলে। তাদের তিনজন প্রবাসী।পরের সংসারে আড়াই বছরের একটি ছেলে রয়েছে।
পুলিশ এ ঘটনায় মোমেনাসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে মামলার বাদী আবুল হোসেন বলেন,আমার বাবাকে মোমেনা ও তার মা,ভাই ও ডাঃ জহির কুপিয়ে হত্যা করেছে।আমরা তার বিচার চাই”।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বরুড়া থানা পু্লিশের উপ-পরিদর্শক(এসআই) উত্তম কুমার সরকার বলেন,এ মামলার ১নং ও ৩নং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।আশা করি দ্রুত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।হত্যার মূলকারন উদঘাটনের চেষ্টা চলছে”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।