ঢাকারবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস পালন

admin
মার্চ ১, ২০২১ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লায় জাতীয় বীমা দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “মুজিব বর্ষের অঙ্গিকার, বীমা হোক সবার” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কো: লি: এর সহযোগিতায় সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার পিপিএম।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর লি: জনবীমা কুমিল্লা এরিয়ার কার্যালয়ের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর জাতীয় বীমা দিবস-২০২১ যথাযথ ভাবে উদযাপনের জন্য আইডিআর এবং কুমিল্লায় অংশগ্রহনকারী ৩৯টি জীবন বীমা ও সাধারণ বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আমাদের দেশে বিগত ১৯৬০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে চাকুরী করেছিলেন। বর্তমানে তাঁর-ই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বীমা পেশাকে আরো সমৃদ্ধিশালী ও গতিশীল করার লক্ষে যথাযথ উদ্যোগ গ্রহন করেছেন যার ফলে আজ ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে তিনি ঘোষণা করায় দেশের সাধারণ মানুষের নিকট বীমার গ্রহন যোগ্যতা অনেকটাই ফিরে এসেছে। তাই আপনারা যারা মাঠে কাজ করেন তারা সাধারণ মানুষের আমানতের অর্থ সঠিক ভাবে সংগ্রহ করে মুনাফা সহ যথা সময়ে ফেরত দিবেন। তাহলে দেশের সাধারণ মানুষ এ পেশাকে আরো সম্মান দিবে এবং উপকৃত হবে। তিনি আরো বলেন-বীমা একটি মহৎ পেশা। দেশের বর্তমানে লক্ষ লক্ষ বেকার যুবক রয়েছে যারা বীমা পেশায় কাজ করে সংসার চালায়। তাই দক্ষ ও প্রশিক্ষিত যুবক যুবতীদের কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পারে বীমা প্রতিষ্ঠান সমূহ। এক সময় কুমিল্লাকে বলা হতো ব্যাংক ও ট্যাংকের শহর। বর্তমানে বলা হয় পথিকৃত কুমিল্লা। তাই বীমা পেশাতের কুমিল্লাকে আপনারা কাজের মাধ্যমে মডেল কুমিল্লা গঠনে সামনের দিকে এগিয়ে নিবেন বলে আমি বিশ্বাস করি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর প্রতিনিধি কুমিল্লা এরিয়া কার্যালয়ের যুগ্ম-ভাইস প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন ও জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তা আজহারুল হক। আলোচনা শেষে বিভিন্ন ব্যানারে ও পেস্টুন নিয়ে কুমিল্লা টাউন হল মাঠে বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তাগণ শোভাযাত্রা এবং নগরীতে বীমার প্রচার প্রচারণা করেন। অপরদিকে ভ্রাম্যমান ভাবে গ্রাহকদের মাঝে বীমা দাবীর বেশ কয়েকটি চেক বিতরণ করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।