সকালের কুমিল্লা ডেস্ক।।
আমড়াতলী এলাকার বিশিষ্ট সমাজ সেবক এবং ইতালী প্রবাসী জসিম উদ্দিনের নি:শর্ত মুক্তির দাবী করেছেন আমড়াতলী এলাকাবাসী । ১০ নং উত্তর শিলমুড়ী ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান জানান , জসিম উদ্দিন আমড়াতলী এলাকার সকল মানুষের কাছে অতি প্রিয় সমাজ সেবক এবং জনপ্রিয় ব্যক্তি । তিনি করোনা কালীন শুরুর সময়ে ইতালী থেকে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন । নিজ অর্থ থেকে এলাকার গরীব মানুষের জন্য দান করে যাচ্ছেন । কিন্তু তার জনপ্রিয়তায় ঈশ্বান্তিত হয়ে এলাকার কিছু ক্ষমতাশীন কুচর্কী মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক করে রেখেছেন ।
জসিম উদ্দিনের বন্ধু , ৫নং ঝলম ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ৭ ই মার্চ তিনি মটর সাইকেল দুর্ঘটনায় আহত হন । বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ জসিম উদ্দিন আমড়াতলী বাজারে ওষুধ কিনতে যাওয়ার পর তার উপর হামলা চালায় স্থানীয় এবং বহিরাগত সন্ত্রাসীরা । এসময় আত্মরক্ষায় জসিম একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে তাকে মারধর করে আটক রাখা হয় । এছাড়া বাজারে দুইটি মটর সাইকেল ভাঙ্গচুর করা হয় । এর পর পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিরাপত্তার কথা বলে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে যায় । কিন্তু রাত ভর তার নিরাপত্তায় থানায় রেখে শুক্রবার দুপুরে তাকে অগ্নিসংযোগ , ভাংচুর ও বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় ।
শুক্রবার বিকালে বরুড়া থানার থেকে জানানো হয়, কাজী বিল্লাল হোসেন, গ্রাম: কানুপর বাদী হয়ে মামলা করলে দায়েরকৃত মামলায় জসিম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয় ।
জসিম উদ্দিন তার মায়ের মৃত্যুর পর ছুটিতে দেশে এসে এলাকার গরীব দু:খী মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন । এলাকার বিভিন্ন গরীব পরিবারের মেয়ের বিয়েতে নিজ অর্থ দান করেন । এছাড়া আমড়াতলী বাজারে ধর্ষন বিরোধী মানববন্ধনে বিশাল আয়োজন করেন । সেই সাথে এলাকার তরুনদের জন্য বিভিন্ন গ্রামে খেলাধূলার আয়োজন করেছিলেন ।
স্থানীয় অনেকে জানান, তার জনপ্রিয়তায় ইশ্বানিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে । যেন তিনি আগামীতে এলাকার কোন ভালো কাজ করতে না পারে । এছাড়া গত সপ্তাহে বাইক এক্সিডেন্ট করে তিনি চিকিৎসায় রয়েছেন বলে জানা যায় । তবে তার মুক্তির দাবীতে স্থানীয় প্রভাবশালী কয়েকজন চুপ থাকলেও এলাকার তরুন সমাজ মুক্তির দাবী জানিয়ে যাচ্ছে ।
এদিকে স্যােসাল মিডিয়ায় আমড়াতলী এলাকার সচেতন তরুনরা তার মুক্তির দাবী জানিয়েছে ।