এন.সি জুয়েল।।
“শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ এপ্রিল) উপজেলার ৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে ভিজিডি চক্র ২০২১-২০২২ সালের বরাদ্দকৃত ভিজিডির চাল বিতরণ করেন ৯ নং ভারেল্লা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জনাব মোঃ শাহ কামাল।
ইউনিয়ন পরিষদের হল রুমে ১নং- ৯নং ওয়ার্ডের ১৩৫ জন ভিজিডি কার্ডধারীদের মাঝে জন প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করেন। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবদুর রহমান ভুইয়া এর সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু সুন্দর ও শান্তি পূর্ণ ভাবে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বাবুল,মোঃ আলী আশ্রাফ,মোঃ গোলাম জিলানী,মোঃ সুলতান আহম্মদ,মোঃ রাশেদ,মোঃ ফরিদ আহম্মদ,মোঃ আব্দুল জলিল,মোঃ জামাল খাঁন, মোঃ আব্দুল আলিম,মোসাঃ হাসিয়া বেগম,জোহরা বেগম,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মালিহা ইসলাম,ইউডিসি উদ্যোক্তা মোঃ গিয়াস উদ্দিন, মোসাঃ মাহমুদা আক্তার প্রমুখ।এছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।