সাকিব আল হেলাল।।
কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিল্লাল হোসেন(২৬) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৭ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন শরীয়তপুর জেলার সুখিপুর গ্রামের ইয়াছিন মাহমুদের ছেলে।
পুলিশ জানায়, বিল্লাল হোসেন ও তার ভগ্নিপতি ইব্রাহিম শরীয়তপুর থেকে চাদঁপুর মতলব হয়ে মোটরসাইকেলযোগে (ঢাকামেট্রো-ল-২৯-৪৯৯৬) ঢাকা যাওয়ার পথে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর অজ্ঞাত চার ছিনতাইকারীর কবলে পড়েন । ছিনতাইকারীরা তাঁর বুকে এবং হাতে ছুরিকাঘাত করে সাথে থাকা ভগ্নিপতি ইব্রাহিমের মোবাইলসেটসহ নদগ অর্থ নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের চিহ্নিতকরণ এবং আটকের অভিযান চলছে। আর বিল্লাল হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভগ্নিপতি বাদি হয়ে মামলার প্রস্তুতি চলছে