সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া উপজেলার ৬নং চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা (শীতলপুর) গ্রামে শিউলি আক্তার(২৫) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাঁশ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
রোববার(৩০ মে) সকাল সাড়ে ৮ টায় নিজ থাকার ঘরে শিউল আক্তারের ঝুঁলন্ত লাঁশ দেখে পরিবারের লোকজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়।
পারিবারিক সূত্রে জানা যায়,রোববার সকাল সাড়ে ৮টায় নিজ থাকার ঘরের তীরের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দেয় শিউলি আক্তার। এ সময় পরিবারের অন্যানো সদস্যরা তাকে ঝুঁলন্ত অবস্থা দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে প্রতিবেশীরা থানায় ফোন দিলে পুলিশ এসে লাঁশ উদ্ধার করে নিয়ে যায়।
শিউলি আক্তার বরুড়া উপজেলার মুড়িয়ারা (শীতলপুর) গ্রামের জয়নাল মিয়ার পুত্র মোঃ সীমারের স্ত্রী ও একই গ্রামের পূর্বপাড়ার জয়নাল মিয়ার মেয়ে।
শিউলির পিতা জয়নাল মিয়া জনুর দাবি, শিউলিকে যৌতুকের জন্য স্বামী সীমার হত্যা করা হয়েছে।এটা পরিকল্পিতভাবে হত্যাকান্ড।আমরা এ হত্যাকান্ডের বিচার চাই”।
স্থানীয় ইউপি মেম্বার জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক উত্তম কুমার বলেন,আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই।সুরতহাল তৈরি করে লাঁশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।কুমিল্লা মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য লাঁশ পাঠানো হয়েছে।ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।এ ব্যাপারে বরুড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।মামলার নং ৩/১৫।