স্টাফ রিপোর্টারঃ
মাদক বিরোধী বিশেষ অভিযানে সাড়ে পাঁচ মাসে ৩ হাজার কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা জেলা পুলিশ। উদ্ধারকৃত মাদকের মূল্য ৮ কোটি ৭২ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। এসময় ১ হাজার ৬১২ জনকে গ্রেফতার করা হয়।
সোমবার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, জেলা পুলিশ মাদক উদ্ধারে সর্বাতক প্রচেষ্টা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ২ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত সাড়ে পাচঁ মাসের অভিযানে জেলা পুলিশের এ মাইলফলক অর্জন করেন। জেলাব্যাপী মাদক উদ্ধারের ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক বিস্তার রোধ ও নিয়ন্ত্রনের লক্ষে প্রতিটি থানায় আলাদা কর্ম-পরিকল্পনা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মোহাম্মদ আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) জুয়েল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।