স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ব্যক্তিমালিকানাধীন জায়গা দখল করে মার্কেট নির্মাণ করার দীর্ঘদিন পর আদালতের মাধ্যমে দখলকৃত ১ শতক জায়গা ফিরে পেয়েছেন ভুক্তভোগী কাজী রেখা বেগম। তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালতের নাজির বিল্লাল হোসেন।
জানা গেছে, মিয়াবাজারে কাজী রেখা বেগম গংয়ের জায়গা দখলসহ মসজিদের নিজস্ব জায়গায় মসজিদ মার্কেট নির্মাণ করেন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সিরাজুল ইসলাম গং। দীর্ঘদিন মামলা চলার পর কুমিল্লার আদালতের বিজ্ঞ বিচারক ভুক্তভোগী কাজী রেখা বেগমের পক্ষে রায় দেন। রোববার দুপুরে কুমিল্লার আদালতের নির্দেশে নাজির বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি টিম উপস্থিত থেকে ফিতা টেনে জায়গা নির্ধারণ করে দেন। এ সময় বাজার পরিচালনা কমিটি ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। তবে মার্কেট পরিচালনার বর্তমান কমিটির দায়িত্বরত নেতৃবৃন্দ জায়গাটি কাজী রেখা বেগম গংয়ের বলেও স্বীকার করেন।