বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ১৩ জুলাই বিকেল ৪টায় সংগঠনের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক এর সভাপতিত্বে উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়,শিলমুড়ী দঃ ইউনিয়ন -র আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমড়াতলী সি.আলী উচ্চবিদ্যালয় সহ (৩-টি)– বিদ্যালয়ে এ বৃক্ষ রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন — প্রধান অতিথি হিসেবে কর্মসুচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, সংগঠনের সাধারন সম্পাদক কাজী মুফতী মোহাাম্মদ মমিন উল্লাহ ভুঁইয়া এর পরিচালনায়
এসময় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশ্ব নাথ নন্দী, ডাঃ মোস্তাফিজুর রহমান শাহিন,
উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মাসুদ মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি — মোঃ জাহাঙ্গীর আলম , ক্লাবের সদস্য দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ ওমর ফারুক, দৈনিক করতোয়া ও সমাজকন্ঠ পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, সংগঠনের সহ সভাপতি তাছলিমা আক্তার সাকি, ঝর্না মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মুহাম্মদ জুয়েল, প্রচার সম্পাদক ইয়াছিন আহমেদ। এদিন কর্মসুচীতে আরও উপস্থিত ছিলেন ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি মোঃশাহ আলম, ওয়ার্ড মেম্বার মোসলেম উদ্দিন, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি শাহ আলম বাবুল, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জিয়াউল কায়সার,উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ হোসেন মজুমদার, সহকারী প্রধান মো. জাকির হোসেন, সিনিয়র সহকারী শিক্ষিক আব্দুস সোবহান এম.এস.সি, , আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলাইমান রানা, বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন ভুইঁয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।