ঢাকাশুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

দেশে দ্বিতীয় সর্বোচ্চ করোনায় মৃত্যু কুমিল্লায়- বিবিসি’র প্রতিবেদন

Edited by_Sakib al Helal
জুলাই ৩১, ২০২১ ৪:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সকালের কুমিল্লা ডেস্ক।।

ঢাকার পর করোনায় সবেচেয়ে বেশি মৃত্যু কুমিল্লা জেলায়। এমনি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

বিবিসি বাংলা ‘র প্রতিবেদনে বলা হয়:

চলতি সপ্তাহের ছয়দিনই মৃতের সংখ্যা ২০০ এর বেশি ছিল। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বাংলাদেশে আরো ২১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে চলতি সপ্তাহের সাতদিনের ছয় দিনই মৃত্যুর সংখ্যা দু’শোর বেশি হয়েছে।

গত একদিনে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন নারী।

এখন পর্যন্ত করোনাভাইরাসের দেশটিতে মারা গিয়েছেন মোট ২০,৪৬৭ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড শনাক্তের সংখ্যা ১৩,৮৬২। ফলে এ পর্যন্ত বাংলাদেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪০ হাজার ১১৫তে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪ টি। নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ছিল ৩০.৭৭ শতাংশ। অর্থ্যাৎ, প্রতি ১০০টি নমুনার মধ্যে ৩০টিরও বেশি পজিটিভ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন, আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।

ঢাকার পর সবেচেয়ে বেশি মৃত্যু কুমিল্লা জেলায়:

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যুর সংখ্যা ছিল ৩৭। এরপরেই সবচেয়ে বেশি মৃত্যুর হয়েছে কুমিল্লা জেলায় (১৯ জন)।

এনিয়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা যাওয়া তিনটি জেলার একটি হল কুমিল্লা। জেলাটিতে এখন পর্যন্ত এক হাজার ৪০ জন মারা গিয়েছেন।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায় (মহানগরসহ) ৬৪০২ জন। এরপরেই রয়েছে চট্টগ্রাম, সেখানে মৃতের সংখ্যা ১০৮০।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।