ঢাকাবুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

জেলায় কেনো শ্রেষ্ঠ হলেন সিনিয়র এএসপি লাকসাম সার্কেল?

Edited by_Sakib al Helal
সেপ্টেম্বর ৪, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এম এ কাদের অপু।।

পুলিশ ডিআপার্টমেন্টে কাজ করার জন্য যে যে শর্ত গুলো থাকে, যেই শপথ থাকে, সেই শপথ কে বুকে ধারণ করে এগিয়ে চলা লাকসাম সার্কেল।

লাকসাম- মনোহরগঞ্জের মানুষ রাতের বেলায় সুখের নিদ্রায় শান্তি পাচ্ছেন, তখন লাকসাম সার্কেল ও লাকসাম মনোহরগঞ্জ থানায় তার বাহিনীর সদস্যগণ পাহারায় থাকেন সার্কেলের এলাকার মানুষ যেনো শান্তিতে ঘুমাতে পারে।

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম এমপি বার বার নির্বাচিত সংসদ সদস্য এর এলাকার মানুষকে পাহারার দায়িত্ব পান মহিতুল ইসলাম নামক পুলিশ কর্মকর্তা।

সদা হাস্যজ্বল, এই মুহিত কুমিল্লা র‍্যাব ১১ তে কর্মকালীন একজন চৌকস অফিসারে নিজেকে পরিচয় করিয়ে সিনিয়র এএসপি লাকসাম সার্কেল হয়ে যোগদান করেন লাকসাম-মনোহরগঞ্জ থানার দায়িত্ব নিয়ে।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারই আস্থাভাজন বাংলাদেশ আওয়ামীলীগের মেরুদণ্ড স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কুমিল্লা-৯ লাকসাম- মনোহরগঞ্জ সংসদীয় আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম এমপি এর ঘোষণা অনুযায়ী মহিতের যে মাদক গুলো ধ্বংস করে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন তা নিম্নে দেওয়া হলো।

লাকসাম সার্কেলের আওতাধীন লাকসাম এবং মনোহরগঞ্জ থানায় জানুয়ারি’২১ থেকে অদ্যাবধি মাদকের মামলার তথ্য: লাকসাম থানা: মামলার সংখ্যা- ৪৫টি, মোট আসামি-৮৫ জন, ইয়াবা উদ্ধার-৫৮০১ পিস, গাঁজা উদ্ধার- ৯০ কেজি ৬৮৭.৫০ গ্রাম, বিদেশি মদ-৩৭ বোতল, দেশীয় চোলাই মদ -১০৯ লিটার, বিয়ার-১৭ ক্যান, ফেনসিডিল-৫৩ বোতল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ২টি, মোটরসাইকেল দুইটি, পিকআপ একটি, অটোরিকশা ২টি, মোবাইল ৩টি, ভারতীয় বাজি ৩৫৯০ টি।
——————- এবং ————————-
মনোহরগঞ্জ থানা: মোট মামলার সংখ্যা- ৩৩টি, মোট আসামি- ৫৬ জন, ইয়াবা উদ্ধার- ১৮৭৪ পিস, গাঁজা উদ্ধার-২৬ কেজি ১০৫ গ্রাম, গাঁজার গাছ- ৩০টি, ফেনসিডিল-০৬ বোতল।

এতগুলো মাদক ধ্বংস করা ব্যক্তি মহিতুল ইসলাম কি করে শ্রেষ্ঠ না হয়?

একান্ত সাক্ষাৎকারে লাকসামবাসীর সেবা করার দৃড়প্রতিজ্ঞাবাক্য শেষ করে সকলের দোয়া কামনা করছেন কুমিল্লার সিনিয়র এএসপি লাকসাম সার্কেল মহিতুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।