ঢাকাবৃহস্পতিবার , ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনা উপজেলায় ৭২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা

Edited by_Sakib al Helal
অক্টোবর ১১, ২০২১ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সকালের কুমিল্লা ডেস্ক।।
এ বছর কুমিল্লার চান্দিনা উপজেলায় শারদীয় দুর্গোৎসবে ৭২টি দুর্গাপূজা মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে। আজ ১১ অক্টোবর দেবীর বোধনের মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে। এ বছর দেবী ঘোটকে (ঘোড়ায়) আগমন ও দোলায় প্রস্থান করবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলা চান্দিনা পৌরসভা ১২টি, শুহিলপুর ইউনিয়ন ২ টি, বরকইট ইউনিয়ন ৩টি, বরকরই ইউনিয়ন ৪ টি, এতবারপুর ইউনিয়ন ২ টি, কেরনখাল ইউনিয়ন ৭টি, মাধাইয়া ইউনিয়ন ১টি, মহিচাইল ইউনিয়ন ৯টি, মাইজখার ইউনিয়ন ১৩টি, বাড়েরা ইউনিয়ন ৬টি, গল্লাই ইউনিয়ন ১০টি, দোল্লাই নবাবপুর ইউনিয়ন ১টি, জোয়াগ ইউনিয়ন ২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার এর সভাপতিত্বে পূজা উপদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খ্যাতিমান চিকিৎসক ডা. প্রাণ গোপাল দও, এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো.শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সি, ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, চান্দিনা উপজেলা কৃষক লীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো শাহ সেলিম প্রধান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চান্দিনা উপজেলা শাখা সভাপতি দিপক আইচ, চান্দিনা উপজেলা শাখা যুগ্ন সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার প্রমুখ।

এ ছাড়াও পুলিশ সুপারের উদ্যোগে বিশেষ আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।এতে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় আনসার-ভিডিপি,পুলিশের পাশাপাশি র‌্যাবের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাছাড়াও পূজা উপলক্ষে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।