সাকিব আল হেলাল।।
কুমিল্লার মুরাদনগরে রাজিয়া আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাজিয়া উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামের জাকির হোসেনের মেয়ে ও ধামঘর আলীয়া মাদরাসার অষ্টম শ্রেনির ছাত্রী।
শনিবার (২৩ অক্টোবর) বিকালে রাজিয়া নিজ ঘরের তীরে ব্যবহৃত বাঁশের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দেয়। এক পর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনুশকা রাজিয়াকে মৃত ঘোষণা করেন।
রাজিয়ার বাবা জাকির হোসেন বলেন, মেয়েটি ৮/৯ মাস ধরে মানসিক সমস্যায় ভুগতেছিল। তাকে অনেক কবিরাজ দেখিয়েছি। ডাক্তারও দেখিয়েছি। ঘটনার সময় আমরা সবাই বাইরে কাজে ব্যস্ত ছিলাম। বাড়িতে এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে ডাকা ডাকি করি। কোন সারা শব্দ না পেয়ে আশে পাশের লোকজনকে নিয়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।