ঢাকাশুক্রবার , ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সদরে সিএনজি ও প্রাইভেটকার চাপায় ২ শিশুর মৃত্যু

Edited by_Sakib al Helal
অক্টোবর ২৭, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

মাহফুজ বাবু।। 

রাস্তা পাড়াপাড়ের সময় কুমিল্লা সদরের শাসনগাছা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের সুলতান (১০) নামে এক শিক্ষার্থী বেপরোয়া সিএনজির চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে।
বুধবার বিকেল আনুমানিক ৫টায় বুড়িচং শাসনগাছা সড়কের মাহাজন বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান শাসনগাছা মৌলভীবাড়ির আব্দুর রউফ এর বড় ছেলে।
দীর্ঘদিন ধরেই এলাকাবাসী সড়কের এই স্থানে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়ে আসছিলো। দুর্ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী ও মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসার সামনের সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবীতে শাসনগাছা বুড়িচং সড়কটি অবরোধ করে রাখে। এতে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘাতক সিএনজি চালক ব্রাহ্মণপাড়া ডগড়াপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে পরান (৪০) কে আটক করেছে স্থানীয়রা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, সড়কে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর শুনেছি তবে এবিষয়ে কোন মামলা করতে রাজি হয়নি নিহতের পরিবার ও স্বজনরা।

অপর দিকে একই দিন বুধবার বিকেল ৫টায় একই উপজেলার সতরা এতিমখানার সামনের সড়কে প্রাইভেটকার চাপায় ৭বছরের এক শিশু নিহতের খবার পাওয়া গেছে। এঘটনায় ঐ শিশুর মা আহত হয়েছে বলেও জানা গেছে। এবিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।