মোঃ শরীফ উদ্দিন।।
কুমিল্লার বরুড়ায় মডেল হাই স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও বিদায়ী অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর বেলা ১২টায় বরুড়া মডেল হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বরুড়া জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখেরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া পৌরসভার কাউন্সিলর মোঃ আবুল কাশেম, বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবদুল মমিন সওদাগর, রক্তঋণ প্রবাসী ফোরামের সভাপতি গাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া ডকটরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার টুটুল, শামসুল আলম শামীম, বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুইঁয়া। এসময় উপস্থিত ছিলেন বরুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, এগারোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার সাকি, করিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা মজুমদার, মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ জামাল উদ্দিন।
সভায় বক্তারা বলেন মহামারী করোনা পরিস্থিতিতে বরুড়া মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দরা অনলাইন ভ্যার্চুয়ালে শিক্ষার্থীদের অনলাইন পাঠদানে উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করে প্রশংশিত হয়। করোনা মহামারীতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিপর্যয় ও শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা বেড়ে যায়। করোনা কালীন সময়ে শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের বিশেষ নজর দেওয়ার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা প্রদান করেন বক্তারা।