সুজন মজুমদার।
সোমবার (৮ই নভেম্বর) বরুড়া বিএনপি পার্টি অফিসে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা, বরুড়া উপজেলা ও পৌরসভা মতবিনিময় মাধ্যমে বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি অনানুষ্ঠানিকভাবে আহবায়ক, সিনিয়র যুগ্ন আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়। আঃ জলিল আহবায়ক, মামুনুর রশীদ রাসেল সিনিয়র যুগ্ন আহবায়ক ও ওমর ফারুক রিপন কে সদস্য সচিব করা হয়েছে ।
স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন আংশিক আহবায়ক কমিটির অনানুষ্ঠানিকভাবে
ঘোষণা করেন। আগামি এক সপ্তাহের মধ্যে অফিসিয়ালভাবে ঘোষণা করবেন।
আঃ জলিল বরুড়া উপজেলা লক্ষিপুর ইউনিয়নের ডাবুরিয়া গ্রামের মৃত হাজী হাছান আলি ছেলে। তিনি বরুড়া উপজেলা লক্ষিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাক, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি এবং বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি।
মামুনুর রশীদ রাসেল বরুড়া উপজেলা আমড়াতলী গ্রামের মৃত আলী নেওয়াজ মাষ্টারের ছেলে। তিনি বরুড়া শিলমুড়ি উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বরুড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক।
অন্যদিকে ওমর ফারুক রিপন বরুড়া উপজেলা দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের মনহরা গ্রামের মৃত ছফর আলী ছেলে। তিনি বরুড়া উপজেলা দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি। কুমিল্লাস্থ বরুড়া ছাত্র-ছাত্রী সংসদের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সভাপতি চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সহ সভাপতি শাহাবুদ্দিন আহমদ ফারুক। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন ভিপি এবং সাংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সাধারণ সম্পাদক আমিরুল সিদ্দিকী রাকিব।
অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো নজরুল ইসলাম ভিপি এবং সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাকির হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি কায়সার আলম সেলিম, সহ সভাপতি রেজাউল হক রেজু চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া উপজেলা যুবদলের মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক মেয়র জসীম উদ্দিন পাটোয়ারীসহ উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।