মোঃ শরীফ উদ্দিন।।
কুমিল্লার বরুড়ায় গত ১৪ নভেম্বর, ২০২১ রবিবার, এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় সাহস ইন্টেলেক্ট ডেভেলপমেন্ট স্কুলের বার্ষিক চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা। শ্রেণি অনুযায়ী ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্ষুদে এ সকল শিশুদের রঙের আঁচড়ে সাদা ক্যানভাসে ফুটে ওঠে ফুল, ফল, নদী, পাখি, মাছ, প্রাকৃতিক দৃশ্য সহ শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের দৃশ্য..
সাহস এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা এই প্রতিবেদক কে বলেন, সাহস স্কুল প্রতি বছরই খেলাধুলা, ছড়া-কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, ইংরেজি ও বাংলা হাতের লেখা সহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। পাঠ্যপুস্তকের পাশাপাশি সাহস স্কুলের এই আয়োজন শিশুদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।
বরুড়ার সর্ব প্রথম ইংরেজি মাধ্যমে জাতীয় পাঠ্যক্রম অনুসরণকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সাহস স্কুল তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। এলাকাবাসীর আস্থা ও বিশ্বাস অর্জনকারী সাহস স্কুল ‘প্রাথমিক শিক্ষার মজবুত ভিত গড়ে দেয়’ এই শ্লোগান কে সামনে রেখেই অগ্রসর আগামীর পথে। প্রতিযোগিতায় বিচারক হিসাবে ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামীমা ইয়াছিন, সহকারী শিক্ষক রেহানা আক্তার ও সীমা চক্রবর্তী।