মারুফ হোসেন(বুড়িচং)।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা মার্কার প্রত্যাশী আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম। তিনি বলেন আমরা আওয়ামী লীগের সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। আওয়ামী লীগের বাহিরে আমরা কখনো নির্বাচন করিনি। আমাদের পরিবারের রাজনৈতিক জীবন পর্যালোচনা করে আমাকে জননেত্রী শেখ হাসিনা ২ নং বাকশীমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে নৌকা মার্কা দিলে পুরো বাকশীমুল ইউনিয়নকে একটি মডেল ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম বলেন আমি ১৯৮৭ সালে কুমিল্লা সরকারি কলেজ এ.জি.এস প্রার্থী ছিলাম। ১৯৮৭ সালে বাকশীমুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি,১৯৯৩ সালে বুড়িচং উপজেলা ছাত্রলীগের ১নং সাধারণ সম্পাদক, আমার জেঠা হাজী আব্দুল মজিদ ১৯৫৪ সালে ৩ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১ জন সদস্য ছিলেন । পরবর্তীতে সরকারি চাকরি করার কারনে দলীয় রাজনীতি বন্ধ রাখেন। পুনরায় অবসর গ্রহণের পর ১৯৭০ সাল হতে ১৯৯০ সাল পর্যন্ত বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং বাকশীমুল ইউনিয়ন পঞ্চায়েত প্রধান ছিলেন।আমার বাবা হাজী মোঃ আব্দুল আজিজ ১৯৯১ সাল হতে ২০০০ সাল পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বড় ভাই আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ ২০০৪ -২০২১ সাল পর্যন্ত বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য। মেঝো ভাই হাজী হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। ছোট ভাই জসীম উদ্দিন ১৯৯১ সাল হতে ২০০০ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।আমার চাচাতো ভাই সাংবাদিক জেহাদ হোসেন ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। আমার ভাগিনা মোঃ আল হেলাল বাকশীমুল ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি। আর এক ভাগিনা মোঃ সোহেল ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, ভগ্নিপতি মোঃ গোলাম মোস্তফা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এবং চাচাতে ভাই, জেঠাতো ভাই ভাতিজা অর্থাৎ পুরো পুরো পরিবার আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রথম থেকেই পুরোপুরি ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত অর্থাৎ আমরা আওয়ামী পরিবার।
তিনি বলেন উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকে ২নং বাকশীমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে নৌকা মার্কা মনোনয়ন দিলে আমি অবশ্যই নৌকা মার্কা জয় করবো ইনশাআল্লাহ। আমি বাকশীমুল ইউনিয়ন বাসীর কাছে দোয়া প্রার্থী।