সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় বাঁশঝাড় থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) দিবাগত সোমবার রাত ২টায় উপজেলার ১নং আগানগর ইউনিয়নের শরাপতি গ্রামের বাঁশঝাড় থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন থানা পু্লিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ২টায় শরাপতি ভূইয়া বাড়ির আবু তাহের মিয়ার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে
২ টা চাইনিজ কুড়াল,১টা রাম দা,২টা ছুরি,১টা তলোয়ার,১ টা পাইপ ও ১টা বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষনিক কাউকে আটক করা যায় নি।
এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান বলেন,আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করেছি।তবে কারা এখানে এ অস্ত্র রেখেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।আশা করি যারা এ কাজ করছে তাদের আইনের আওতায় আনতে পারবো “।