মারুফ হোসেন,বুড়িচং।।
গতকাল ২২ অক্টোবর বিকাল ৪টায় সোস্যাল ইসলামী ব্যাংক বুড়িচং শাখার উদ্যোগে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা, খতমে কোরআন এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোসাল ইসলামী ব্যাংকের এস.এ.ভি.পি এবং শাখা প্রধান মোঃ আতাউর রহমানের সার্বিক তত্তবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মোঃ হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল হোসেন,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি এবং নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল বাশার,এফ.এ.ভি.পি ও ম্যানেজার অপারেশন জালাল উদ্দিন, সিনিয়ার অফিসার রাবেয়া খাতুন, অফিসার নুর আলম, ইয়াসির আল নেওয়াজ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা,স্থানীয় বিভিন্ন এনজিওর কর্মকর্তা, ব্যবসায়ী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বুড়িচং উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং দারুস সালাম মাদানীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন।