সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের খোশবাস গ্রামের বাঁশঝাড় থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত বুধবার রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার চৌকস অফিসার এসআই বিশ্বজিৎ পাল সঙ্গীয় ফোর্স নিয়ে খোশবাস গ্রামের গাছি বাড়ির উত্তর পূর্ব পাশে বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় ৯ টি রামদা, ১টি ছুরি, ৩টি লোহার পাইপ উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচনী সহিংসতায় ব্যবহারের জন্য এসব অস্ত্র মজুদ করা হয়েছিলো।
এ বিষয়ে বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অস্ত্র উদ্ধার করেছি।যারা অস্ত্র রেখেছে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে”।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।