ঢাকাবৃহস্পতিবার , ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

জাকির হোসেন বাদলের হাত ধরে নৌকা কূলে ফিরলো আড্ডা ইউনিয়নে

Edited by_Sakib al Helal
নভেম্বর ২৯, ২০২১ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফ আজগর।।

কুমিল্লার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাজিমাত করেছেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাদল। বাংলাদেশে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে তিঁনি নৌকা প্রতীকে ৮ হাজার ৯৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়া কোম্পানি আনারস প্রতীকে ৪ হাজার ৬শ ৪৫ ভোট পান। ফলে, জাকির হোসেন বাদল ৪ হাজার ৩০৬ ভোট বেশি পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

রোববার তৃতীয় ধাপের নির্বাচনে ১০০৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয় সারাদেশে। এই ধাপে বরুড়ার ১২নং আড্ডা ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলে।

ইউনিয়নে মোট ২২ হাজার ২৮ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ১৪ হাজার ৬৬৭ ভোট, যা গড় শতাংশের ৬৬.৬৭ শতাংশ।

এ ইউনিয়নে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিল্লাল হোসেন টেবিল ফ্যান প্রতীকে ১২ ভোট, জালাল হোসেন চশমা প্রতীকে ১৮৭ ভোট, মফিজুল ইসলাম হাতপাখা প্রতীকে ১০৯ ভোট, জাফর উল্লাহ চৌধুরী মোটরসাইকেল প্রতীকে ৭২০ ভোট, মামুন মিয়া রজনীগন্ধা প্রতীকে ৪ ভোট, শামীম উদ্দিন ঘোড়া প্রতীকে ৯ ভোট, শাহজাহান গোলাপ ফুল প্রতীকে ৪১ ভোট, সাইফুল অটোরিকশা প্রতীকে ৯ ভোট পান। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউসুফ টেলিফোন প্রতীকে কোনো ভোট পান নি।

রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, রোববার সকাল থেকেই ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। কোনোরকম সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এ ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নৌকা প্রতীকের জাকির হোসেন বাদল জয়ের ব্যাপারে বলেন, আমার এই জয় আড্ডা ইউনিয়নের মানুষের জয়। “আমার এই জয় আড্ডা ইউনিয়নের প্রতিটি মানুষকে আমি উৎসর্গ করলাম। “

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।