সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লার লাকসামে বুধবার সকালে পৌর হকার্স মার্কেটে মরা গরুর মাংস বিক্রির দায়ে মোবাইল কোটের মাধ্যমে আব্দুল জলিল নামে এক ব্যক্তিদের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মরা গরুর প্রায় ৪০কেজি মাংস পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আব্দুল জলিল লাকসাম পৌরসভার ভোজপাড়ার মৃত. রাব্বান আলীর ছেলে ও মাংস দোকানদার বিল্লাল হোসেনের কর্মচারী।
জানাযায়, ওইদিন সকালে পৌর হকার্স মার্কেটে বিল্লাল হোসেনের মাংসের দোকানে মরা গরুর মাংস বিক্রির সংবাদ পেয়ে হাতেনাতে আটক করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম মোবাইল কোটের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং আটককৃত প্রায় ৪০কেজি মরা গরুর মাংস পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় লাকসাম পৌরসভা কতৃপক্ষ অভিযুক্ত দোকানের সাইনবোর্ড ও ছবি তুলে নিয়ে ধ্বংস করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।