মোঃ শরীফ উদ্দিন।।
কুমিল্লার বরুড়ায় ওরাই আপনজন সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্ভল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ডিসেম্বর শনিবার বিকাল ৩ টায় সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ এর সভাপতিত্বে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়েরর হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ভবানীপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সৈয়দ জহিরুল হক স্বপন, হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, মাস্টার মোঃ আবু হানিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ জামাল হোসেন।
অনুষ্ঠানে ওরাই আপনজন সংগঠনের পক্ষ থেকে ২৩০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় সংগঠনের সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।