মারুফ হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের দীপক চন্দ্র সরকার (পেশায় বাকশীমূল ইউনিয়ন পরিষদের চৌকিদার) এর বসতবাড়ি জোর পূর্বক দখল ও গাছপালা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় মোঃ কবির হোসেন পিতা মৃত আফাজ উদ্দিন, মোঃ মজিবুর রহমান, মোঃ শরিফ, মোঃ এরশাদ, মোঃ সজিব পিতা মৃত রফিকুল ইসলাম, মোসাঃ তফু বেগম স্বামী মোঃ মজিবুর রহমান সবাই একত্রিত হয়ে দিপক চন্দ্র সরকার পিতা সুরেশ চন্দ্র সরকার এর বসতবাড়ি বাড়ী থেকে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে ৪ টি গাছ (আনুমানিক মূল্য ৩০,০০০ হাজার টাকা) কেটে নিয়ে যায়। বাধা দিলে বিবাদীরা তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দেয়।
অভিযোগ সূত্রে আরো জানা যায় দিপক চন্দ্র সরকার এর স্ত্রী মনি সরকার, ছোট ভাই উত্তম সরকার, ছোট ভাইয়ের স্ত্রী সবিতা সরকার, মিঠু রানী সরকার বাধা দিলে তাদেরকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। প্রাণ নাশের হুমকি দেয়। দিপক সরকার বলেন আমরা নীরহ ও খেটে খাওয়া মানুষ। গ্রামের কোনো মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই। সুখে শান্তিতে বসবাস করে আসছি অনেক বছর ধরে। কিন্তু বিবাধীরা উশৃংখল প্রকৃতির। করোনার প্রাদুর্ভাব থেকে শুরু করে আমাদের উপর মানুষিক ভাবে অনেক অত্যাচার করে আসছে। আমাদের কেনা জায়গা জোরপূর্বক দখল করতে চাচ্ছে। এলাকায় সালিশ করেও কোনো সাড়া মেলেনি। এলাকার সমাজের মানুষকে তোয়াক্কা না করে তারা আমাদের সাথে অসভ্য ও বর্বর আচরণ করে আসছে। কয়েক বার মারার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে। আমরা কোনো প্রতিবদ করতে পারিনি। তা নিয়ে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়েরি নং ১৩৬৮।