ঢাকাসোমবার , ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

admin
ডিসেম্বর ১৬, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে জামশেদ আলম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাহেদুল কবির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জামশেদ আলম জেলার দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মিজানুর রহমান মজুমদার জানান, কিশোরীর মা পোশাক শ্রমিক হওয়ায় কুমিল্লা শহরের ভাড়া বাসায় থাকতেন। অন্যদিকে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন জামশেদ মিয়া। এ সুযোগে ২০১৬ সালের ২৪ জুলাই রাতসহ একাধিকবার নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ করেন জামশেদ মিয়া। বিষয়টি কিশোরী স্বজনদের জানালে ২৬ জুলাই তার মা বাদী হয়ে মামলা করেন।

২০১৬ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ১০ সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ছয়জনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আদালত বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।