আমিনুল ইসলাম ভূইয়া।।
কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নানা অব্যবস্হাপনার কারনে পড়াশোনা থেকে দিন দিন পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। কলেজটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ ভবন, জলাবদ্ধতা, নেই পর্যাপ্ত ক্লাসরুম, কলেজের শিক্ষক কর্মচারী জনবল সংকট রয়েছে এই অব্যবস্হা থাকার কারনে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়,প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে ১৯৮৫ সালে কলেজটি জাতীয়করন করা হয়।
সরেজমিনে শনিবার সকাল ১১ টায় বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা যায় কলেজের নেই পর্যাপ্ত ক্লাসরুম যেই ভবন গুলো রয়েছে সবগুলো ভবন জরাজীর্ণ হয়ে রয়েছে, ভবনের ক্লাসরুম গুলোতে ক্লাস করার মতো পরিবেশ নেই বললে চলে,ভাঙ্গা টেবিল, অপরিচ্ছন্ন ক্লাসরুম মনে হয় যে ক্লাসে গরুর ঘর।কলেজটির বিশাল মাঠ রয়েছে একটু বৃষ্টিতে হাটুপানি হয়ে যায় মাঠে মাঠে ১২ মাসের ১১ মাস পানি থাকে এতে করে শিক্ষার্থীরা মাঠে খেলাধূলা থেকে বিরত থাকতে হচ্ছে, কলেজ ক্যাম্পাসে আড্ডা, গ্রুপ স্টাডি করার মতো কোন পরিবেশ নেই, এই দিকে কলেজে উন্নয়নে কুমিল্লা ০৮ আসনের সংসদ ও বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, বরুড়া পৌরসভার মেয়র,ও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম সহ বিভিন্ন সময় পরিদর্শন করে উন্নয়নের নানা সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন কিন্তু কাজের কাজ একটু ও দেখা যায় নি।কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুমে বরুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহন করার পর উপজেলা নির্বাহী অফিসার সহ কলেজ মাঠটি পরিদর্শন করে কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সমস্যা সমাধান আশ্বাস প্রদান করেন, দীর্ঘ ৬ মাসে কোন কাজ দেখা যায় নি।বরুড়া উপজেলার এই কলেজটি একটি অবহেলিত কলেজে পরিনত হয়েছে।
অন্যদিকে কলেজের পড়াশোনা মান উন্নয়নে কলেজের ৬ তলা ভবন নির্মাণের উদ্যেগ গ্রহন করেন কুমিল্লা ০৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি। তিনি গত ১০ মাস আগে কলেজ ভবন নির্মান করতে ৬তলা ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেন, কিন্তু ১০ মাস পার হওয়ার পরেও এখন কাজ ধরেনি ঠিকাদার প্রতিষ্ঠান।
জানা যায় কলেজের ৬ তলা ভবন নির্মাণের কাজ পায় মের্সাস ফাতেমা টের্ডাস,ও ভূইয়া বিল্ডার্স নামে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে জানতে চাইলে বলেন কলেজের ভবন নির্মান কাজ কিভাবে শুরু করবো, কলেজ মাঠে পানি, আর পানির জন্য কাজ করা যাবে না,পানি শুকিয়ে গেলে কাজ তাড়াতাড়ি শুরু করা হবে।
এই বিষয়ে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন কলেজটি নানা সমস্যায় জরাজীর্ণ হয়ে পড়েছে,সকলে এগিয়ে এসে কলেজটিক রক্ষা না করলে কলেজের পড়াশোনা থেকে সব ক্ষেত্রে পিছিয়ে পড়বে,কলেজে ওয়াশরুম নেই,কলেজটিকে আধুনিক কলেজে পরিনত করতে এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
এই বিষয়ে জানতে চাইলে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ শিবতোষ নাথ জানান বর্তমানে কলেজটির অবস্থা খুবই খারাপ, পর্যাপ্ত ভবন না থাকায় শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না,কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসনে মেয়র মহোদয় বলেছেন জলাবদ্ধতা নিরসন করে দিবেন, কলেজের ৬ তলা ভবন নির্মান সহ নানা অবকাঠামো উন্নয়ন কাজ হলে আমরা একটি আধুনিক কলেজ ক্যাম্পাস উপহার দিতে চাই শিক্ষার্থীদের।