সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লার বরুড়া উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের পুরুষ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়।
শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নাহিদ আহমেদ, নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আছিয়া খাতুন সহ নবনির্বাচিত ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, মোঃ খলিলুর রহমান, জাকির হোসেন বাদল, রাকিবুল হাসান লিমন, সৈয়দ মাহিন উদ্দীন,এম এ হাসেম সহ ছয় ইউনিয়ন পরিষদের ৭২জন সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।