সাকিব আল হেলাল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে মোঃ ওমর (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২০ জানুয়ারী) দুপুর আড়াইটায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাইঘর উত্তরপাড়া গ্রামের মোঃ তৌসিফের ছেলে মোঃ ওমর কিছুদিন পূর্বে একই গ্রামের তার নানার বাড়ি ব্রাহ্মণপাড়ার নাইঘর গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী দেখতে পায় শিশুটি পানিতে ভেসে আছে। তাৎক্ষণিক তাকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলার একটি বেসরকারী হাসপাতাল আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার বাদ এশার নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।
স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।