ঢাকাসোমবার , ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

কনকনে ঠান্ডায় শীতবস্ত্র পেয়ে আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা

Edited by_Sakib al Helal
জানুয়ারি ২৫, ২০২২ ৩:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল্লাহ আল মারুফ।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনির উদ্যােগে সোমবার বিকেলে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় দারুল ইহসান মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মাঘের এই কনকনে ঠান্ডায় শীতবস্ত্র পেয়ে আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা। তাই শীতবস্ত্র পেয়ে সেগুলোকে আঁকড়ে ধরে এদিক ওদিক ছুটোছুটি করছে আর খেলছে তারা।

মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইয়াকুব বলেন, এর আগেও রনি ভাই মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন৷ বিভিন্ন সমস্যা সমাধান করেছেন। মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন৷ কোরানের হাফেজদের প্রতি রনি ভাইয়ের আদর ভালোবাসা চোখে পড়ার মতো। আমরা শিক্ষকরা উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শীতবস্ত্র বিতরণ শেষে বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি বলেন, এ সমাজের জন্য আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমি চেষ্টা করি অসহায় শীতার্ত মানুষের পাশে থাকতে। দারুল ইহসান মাদ্রাসার ছোট ছোট কুরআনের পাখিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি। এটা আমার কাছে স্বর্গীয় অনুভূতি। আমৃত্যু আমি মানুষের সেবা করতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।