আবদুল্লাহ আল মারুফ।।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (পূর্ব নাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন) এর কুমিল্লা জেলা দক্ষিণ শাখার ২০২২ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ জানুয়ারি) কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শাখা সভাপতি আবু জাফর সালেহ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রশীদ আহমাদ রায়হান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার ২০২২ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নবগঠিত কমিটির উর্দ্ধতন তিনজন তথা সভাপতি হিসেবে আবু জাফর সালেহ, সহ-সভাপতি হিসেবে শাহাদাত হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে রশীদ আহমাদ রায়হান-এর নাম গত ২১ জানুয়ারি’২২ জেলা সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ঘোষণা করেন। শপথ অনুষ্ঠানে বাকি দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন জেলা সভাপতি আবু জাফর সালেহ। সাংগঠনিক সম্পাদক হিসেবে সালাহ উদ্দিন শিহাব, দাওয়াহ ও প্রশিক্ষণ হিসেবে সম্পাদক ইউছুফ আলী, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক হিসেবে নূরে আলম, প্রকাশনা ও দফতর সম্পাদক হিসেবে ফরহাদ হেসাইন,অর্থ ও কল্যাণ সম্পাদক হিসেবে এনায়েতুল্লাহ সুজন, বিশ্ববিদ্যালয় সম্পাদক হিসোবে আল-আমিন, কওমী মাদরাসা সম্পাদক হিসেবে নূর ইসলাম, আলিয়া মাদরাসা সম্পাদক হিসেবে আহমাদ উল্লাহ, স্কুল ও কলেজ সম্পাদক হিসেবে সাব্বির রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে আবু সুফিয়ান শরীফ, জেলা আমেলার সদস্য হিসেবে আবদুর রহমান ও আবদুর রহমান মাসুম-এর নাম ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সদর আলহাজ্ব শহীদ উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডাঃ আল হেলাল মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি নেসার উদ্দিন সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা শরাফত করীম,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আহমাদ উল্লাহ খালিদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।