সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লার চৌদ্দগ্রামে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনগর ইউনিয়নের নিলক্ষী বিষ্ণুপুর গ্রামে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা (মামলা নং ৩৬/৩০) দায়ের করনে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর শাস্তির দাবি জানিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নিলক্ষী বিষ্ণুপুর গ্রামের প্রবাসী নূর ইসলামের ১২ বছর বয়সী মেয়ে পাশ্ববর্তী তারবিয়াতুল উম্মা মাদরাসার তৃতীয় জামাতের ছাত্রী বিন্দুকে (ছদ্মনাম) নিজবাড়ীর পুকুরপাড় থেকে তুলে পাশ্ববর্তী টমোটো ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই এলাকার মৌলভী আব্দুর রহিমের ছেলে আব্দুল খালেক (৩০)। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার স্বজনরা ভিকটিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই তোফায়েল আহমেদ জানান, ‘ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। সর্বাত্মক চেষ্টা করছি আসামীকে আইনের আওতায় আনার জন্য’।