আবুল হাসেম।।
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের খাটলা কান্দিরপাড় গ্রামের রফিকুল ইসলাম সেলিম ও এলাকাবাসীর প্রচেষ্টায় খাটলা কান্দিরপাড় -অশ্বদিয়া ও আড্ডা – বরুড়া সড়কের পাশে দৃষ্টি নন্দন মনোরম পরিবেশে মসজিদ নির্মাণ করা হয়।
আজ শুক্রবার (৪ই ফেব্রুয়ারি) জু’মার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করেন বরুড়ার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রোটারিয়ান মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিংকন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, আদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে রাকিবুল হাসান লিমন,আড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন বাদল, দৈনিক প্রেজেন্ট টাইমস এর পত্রিকার সম্পাদক ওমর ফারুক জালাল, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের বরুড়া শাখার অফিসার তোফাজ্জল হোসেন সাকিব।
উদ্বোধনী নামাজের জামা’ত পরিচালনা করেন বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ “বায়তুল মোকাররম” এর দ্বিতীয় খতিব নোমান রুহানি