সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লা কোতোয়ালি থানাধীন এলাকা থেকে ৮০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারী কে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২।র্যাব-১১ অফিস সূত্রে জানা যায় যে গােপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ ফেব্রুয়ারি জেলার কোতয়ালি থানাধীন বিবির বাজার সাকিনস্থ গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।এসময় ৮০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীরা হলেন জেলার কোতয়ালী থানার গাজীপুর (বিবির বাজার) গ্রামের মৃত কাজী মাসুম জিলানীর ছেলে কাজী শাহিন, একই গ্রামের আবুল খায়ের খন্দকারের ছেলে রায়হান খন্দকার রনি।প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারনকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যােগসাজশে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করে। গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ কোম্পানি অধিনায়ক মেজর মোঃ সাকিব হোসেন।