মোঃ শরীফ উদ্দিন।।
কুমিল্লার বরুড়ায় ইউপি নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রে পুনঃ নির্বাচনে বিজয়ী ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বিগত ২৮ নভেম্বর সারা বাংলাদেশে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরুড়া উপজেলার ডেউয়াতলী, আদমপুর, মোহাম্মদপুর, সহ ৩টি ইউনিয়ন পরিষদের তিনটি কেন্দ্রে গোলযোগের কারনে স্থগিত হওয়া কেন্দ্রের পুনঃ নির্বাচনে বিজয়ী সংরক্ষিত ওয়ার্ড (মহিলা মেম্বার) ও সাধারণ ওয়ার্ড মেম্বারদের শপথ গ্রহণ গত ১৭ ফেব্রুয়ারী দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে শপথ বাক্য পাঠ করান বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রোটাঃ মোঃ কামাল হোসেন, বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান সর্দার, চিতড্ডা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাকারিয়া, এসময় বরুড়া উপজেলার ঝলম, চিতড্ডা, ও খোশবাস উত্তর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ ওয়ার্ডের পুরুষ মেম্বার সহ ৩৬ জন ইউপি সদস্য উপস্থিত থেকে দাড়িয়ে শপথ বাক্য পাঠ করেন।