সকালের কুমিল্লা ডেস্ক।।
বিয়ের দুই মাস পর গাজীপুরে নিজ ঘর থেকে এক দম্পতির ঝুলে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর দক্ষিণপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
তারা হলেন, রাজশাহীর বাঘমারা থানার নিচুকাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে আকাশ হোসেন (২১) ও তার স্ত্রী দিনাজপুরের পার্বতীপুরের কাশিপুর এলাকার মো. রনির মেয়ে সালমা আক্তার (১৮)। সালমা স্থানীয় একটি কারখানায় কাজ করতেন এবং আকাশ ব্যাটারিচালিত অটো রিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানায়, দুই মাস আগে আকাশের সঙ্গে সালমা বিয়ে হয়েছে। বিয়ের পর তারা ওই বাড়ির একটি রুম ভাড়া নিয়ে থাকতেন। সকালে তাদের রুমের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা জানালা দিয়ে দেখেন, ঘরের ভেতর আকাশ ও সালমা দড়িতে ঝুলছে। পুলিশে খবর দিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুজন আত্মহত্যা করেছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।