সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লার বরুড়া উপজেলার ৪ লক্ষ মানুষের চিকিৎসার ভরসা একমাত্র বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিষ্ঠার ৫৬ বছরেও হয়নি অবকাঠামো উন্নয়ন দিনে দিনে চিকিৎসা সেবা খারাপ অবস্থায় যাচ্ছে, এই দিকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়ন ৫০ শয্যা সরকারি হাসপাতাল ভবন, সরকারি কোয়ার্টার সহ বেশ উন্নয়ন কাজ শুরু হয় ২০১৯সালে, কাজের ধীরগতির জন্য কাজ এখনো শেষ করা হয়নি,৫ তলা হাসপাতাল ভবন নির্মাণ, ৫ তলা ২ টি সরকারি কোয়ার্টার কাজ শেষের দিকে এই কাজের মেয়াদ ২০২১ জুন পর্যন্ত ছিল,সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ঠিকাদার কোম্পানি প্রকল্প ১ বছর মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়।কিন্তু কাজের অবস্থা দেখে মনে হচ্ছে না সঠিক সময়ের মধ্যে কাজ শেষ হবে।এই দিকে নতুন ভবন এখনো হাসপাতাল কর্তৃপক্ষ বুজে না পাওয়ার কারনে হাসাপাতালের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারছে না কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায় বরুড়া উপজেলা কমপ্লেক্সে একজন অফিস সহায়ক ও নেই, ৫ জন ক্লিনারের মধ্যে তিনটা পদ ই শুন্য, একজন বাবুর্চিও নেই, সহকারী ও নেই, একজন নৈশ প্রহরী ও নেই, ২ টি আয়ার পদ শুন্য।৩য় ও ৪র্থ শ্রেণীর জনবলের সংকট চরম।
এই বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল বরুড়া টিভিকে জানান আমাকে ৫০ শয্যার নতুন ভবন দ্রুত কাজ শেষ করে বুঝিয়ে দেয়ার আগে আমি ডিজি স্যারের কাছে কিছুই চাইতে পারছি না কেননা এখনি এনে আমি কিছুই কাজে লাগাতে পারবো না।বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫৬ বছরের পুরনো ভবন,জরাজীর্ণ অবস্থা এইটার। একটি ভবন ও ব্যবহারের জন্য পুরোপুরি উপযোগী নয়, তা ও এই জরাজীর্ণ হাসপাতাল ভবনে, স্বল্প জনবলে, সীমিত সামর্থ্যের সবটা দিয়ে ভাল মানের সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে হাসাপাতালের নতুন ভবন বুজে পেলে সকল সমস্যা সমাধানে চেষ্টা করব।