ফরহাদ হোসেন।।
বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ফোক গানের মেগা রিয়েলিটি শো ‘এশিয়ান ফোক’। ফোক শিল্পীদের খোঁজে এশিয়ান টেলিভিশন এই মেগা রিয়েলিটি শো আয়োজন করছে। দেশের প্রতিটি জেলা পর্যায় থেকে ফোক শিল্পীদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে গত ৯ই মার্চ কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগের ফোক শিল্পীদের প্রাথমিক বাছাইপর্ব। এতে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরের ফোকশিল্পীরা। এ পর্বে ৫ জেলার সেরা ১৭ জনকে নির্বাচিত করেন রিয়েলিটি শো’র বিচারকম-লী। বিচারকম-লীদের সিদ্ধান্তমতে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও জনপ্রিয় কণ্ঠশিল্পী পীরজাদা সূফিগুরু শাহজাদা খান। চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত ১৭ জনসহ দেশের অন্যান্য বিভাগ থেকে নির্বাচিতদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত অডিশন। সিলেকশন রাউন্ডে চট্টগ্রাম বিভাগ থেকে প্রথম হয়ে ব্রাহ্মণবাড়িয়া’কে জাতীয় পর্যায়ে তুলে ধরা পীরজাদা সূফিগুরু শাহজাদা খান জেলার সরাইল উপজেলার বারিউড়ার পীর হযরত লাল শাহ’র বড় ছেলে। সূফিগুরু শাহজাদা খান ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দোয়া কামনা করেছেন।