সকালের কুমিল্লা ডেস্ক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রাইভেটকার চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-জেলার বুড়িচংয়ের শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল (১৬) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে শিশু আনিস (৫)। ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে কুমিল্লার দিকে আসছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান ওসি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।