সকালের কুমিল্লা ডেস্ক।।
কুমিল্লার কোতয়ালী থানাধীন এলাকা থেকে ১০কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১২ মার্চ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর লোহার ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীহলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী থানার উত্তর জামবাড়ী গ্রামের মৃত তারু মিয়ারছেলে মোঃ সোহেল (২৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে।