সকালের কুমিল্লা ডেস্ক।।
ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও পর্ণ তারকা সানি লিওনির ঢাকায় আসার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশে নষ্টা-ভ্রষ্টা সানি লিওনির অবস্থান সহ্য করা হবে না। অবিলম্বে তাকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে।
তারা বলেন, গতকাল সরকারের একজন মন্ত্রী গণমাধ্যমকে জানিয়ে ছিলেন, তথ্য গোপন করে আবেদন করায় সানি লিওনি’র ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। ওই বক্তব্যের ২৪ ঘন্টা না পেরোতেই ঢাকায় চরিত্র ধ্বংসকারী বিতর্কিত এই পর্ণ তারকা কিভাবে ঢাকায় প্রবেশ করলো তা এদেশের ধর্মপ্রাণ মানুষ জানতে চায়।
৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বিতর্কিত সানি লিওনি আসায় ধর্মপ্রাণ মানুষ গভীর উদ্বিগ্ন। আমরা তার সফরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন, তার আসার খবরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ক্ষুদ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অবিলম্বে তাকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর দাবি জানাচ্ছি। অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটলে যারা তাকে এনেছে তাদেরকেই নিতে হবে।
বিবৃতিতে ইসলামী ঐক্যজোট শীর্ষ দুই নেতা আরও বলেন, আমরা শুনেছি, বিতর্কিত পর্ণ তারকার আসার পেছনে ‘গান বাংলা’ টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জড়িত। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন গর্হিত কাজ করায় তাকেও আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।