সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় সাত বছরের শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে অনিক ইসলাম ইফতি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ।
বুধবার(১৬ মার্চ) বিকাল সোয়া ৪টায় আসামীর নিজ বসত ঘরে দক্ষিণ পশ্চিম কোনের রুমে ধর্ষনের চেষ্টা করে।
অভিযুক্ত অনিক ইসলাম ইফতি কুমিল্লার বরুড়া উপজেলার ২নং ভবানীপুর ইউনিয়নের দরগানামা গ্রামের মৃত জামশেদ হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত বুধবার তৃতীয় শ্রেনীর শিশুটিকে স্কুল থেকে ফেরার পথে জোর করে ফুসলিয়ে অনিকের নিজ বসত ঘরে দক্ষিণ-পশ্চিম পাশের রুমে নিয়ে ধর্ষনের চেষ্টা করলে শিশুটির চিৎকার আশেপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।অনিককে লোকজন আটক করে পুলিশে সৌপর্দ করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা চন্দন ক্লান্তি দাস বলেন,এ বিষয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০০৩ ,শিশুকে জোর করে শিশু ধর্ষনের চেষ্টায় মামলা দায়ের করে আসামী অনিককে জেল হাজতে প্রেরন করা হয়েছে”।
এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন,শিশু ধর্ষনের চেষ্টায় বরুড়া থানায় মামলা হয়েছে।আসামী অনিককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে”।