মোঃ শরীফ উদ্দিন,বরুড়া।।
কুমিল্লার বরুড়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা ২০২২ এর উদ্বোধন।
মঙ্গলবার( ২২ মার্চ) বিকাল ৩টায় বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিস, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), লেডিস ক্লাব, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরুড়া থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা প্রাণী সম্পদ অফিস, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সহ বিভিন্ন অধিদপ্তরের সেবা প্রদান কার্যক্রমের স্টল বসানো হয়। বিভিন্ন স্টল পরিদর্শনের পুর্বে মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।