মোঃ শরীফ উদ্দিন।।
কুমিল্লার বরুড়ায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবকদের ভুমিকা শীর্ষক জনসচেতনতা মূলক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যুব রাই গর্বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে বরুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামসুজ্জামান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়ার সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের সদস্য সাকিব আল হাসান, হোসনেয়ারা আক্তার। এসময় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন রক্তঋণ সামাজিক সংগঠন, ফ্রেন্ডস ব্ল্যাড ব্যাংক, ওরাই আপনজন, তাকওয়া ফাউন্ডেশন, গামারুয়া জাগ্রত সমাজকল্যাণ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।