তোফায়েল আহম্মেদ,দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ
ইউনিয়ন ৬নং গৌরসার গ্রামের কতিপয় যুবকদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল আমাদের গৌরসার গ্রুপ, আজ ১২ই, রমজান রোজ শনিবার এলাহাবাদ ডি,জে,এস, দাখিল মাদ্রাসায় এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা। গৌরসার গ্রামের বিশেষ করে (প্রবাসী) স্থানীয়, এবং এই সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীদের প্রচেষ্টায় এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলটি মূলত গ্রামের হাফেজ বাচ্চাদের কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, আমাদের গৌরসার গ্রুপ গত বছর থেকে এই ইফতার মাহফিল টি চালু করে। ইফতারের পাশাপাশি হাফেজ ও এতিমদের সাহরি খাওয়ায়। গত বছরের ধারাবাহিকতায় এবারও খুব সুশৃংখলভাবে গ্রামের কিছুসংখ্যক মান্যগণ্য মানুষ সহ হাফেজ ও এতিম বাচ্চারা ইফতার করেন। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন 7 নং এলাহাবাদ ইউনিয়নের নব্য নির্বাচিত চেয়ারম্যান মোঃ নুরুল আমিন এবং একই ইউনিয়নের নব্য নির্বাচিত মেম্বার জাকির হোসেন । নব্য নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ নুরুল আমিন আমাদের গৌরসার গ্রুপের কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে ইফতার মাহফিল পূর্ব বক্তৃতায় এক পর্যায়ে বলেন, প্রত্যেকটা গ্রামে যেন এমন জনকল্যাণকর মানবিক সংগঠন গড়ে ওঠে। তিনি এ সংগঠনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই সংগঠনের কর্মী, স্বেচ্ছাসেবী, স্থানীয়, প্রবাসী যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় ইফতার মাহফিল সংঘটিত হয়েছে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইফতার মাহফিল ছাড়াও আমাদের গৌরসার গ্রুপ নানা সামাজিক কল্যাণকর কাজে সিদ্ধহস্ত ভূমিকা পালন করে থাকেন। তারা সামনের দিকে আরো ব্যাপকভাবে সামাজিক কল্যাণকর কাজ করবেন বলে জানিয়েছেন। গ্রামের সর্বস্তরের মানুষ পাশে থাকলে আমাদের গৌরসার গ্রুপ আরো ভালো কিছু উপহার দিবে।