প্রদীপ মজুমদার, লালমাই।।
জাতীয় পার্টির কুমিল্লার লালমাই উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে হতাশা ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায়।
গত ১লা এপ্রিল শুক্রবার বাগমারা হাই স্কুল মাঠে উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃমিজানুর রহমানের সভাপতিত্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ সহ উপজেলা জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের উপস্থিতিতে ৭১ সদস্য বিশিষ্ট লালমাই উপজেলা কমিটি গঠন করা হয়। সভাপতি পদে হাফেজ আহমেদ ও আনোয়ার হোসেন এই দু’জন প্রার্থী ছিলেন। দু’জন প্রার্থীর মধ্যে বিপুল ভোটে হাফেজ আহমেদ জয়লাভ করেন। আনোয়ার হোসেন পরাজিত হন।
জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি পদে পরাজিত আনোয়ার হোসেনকে সহ-সভাপতি করার কথা, তা না করে সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী জাফর ইকবালকে সহ-সভাপতি করে কমিটি ঘোষণা করা হয়েছে। এনিয়ে নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির প্রবীণ কর্মীদের মাঝে হতাশার ছাপ দেখা যায়।
অল্প কয়েকজন লোক এমনভাবে মহীরূহ হয়ে উঠেছেন, তারাই এখন দণ্ডমুণ্ডের কর্তায় পরিণত হয়েছেন। তাদের আজ্ঞাবহদের এখন সর্বত্র জয়জয়কার। এতদিন যারা কর্মী ছিলেন, তাদের নিয়ে বসানো হয়েছে নেতাদের উপরে। কর্মী থেকে হঠাৎ করে নেতা বনে যাওয়া এসব নেতাদের পিছনে কাজ করতে বিব্রত বোধ করছেন পুরনো নেতারা। এলাকায় কোন অবস্থান নেই, সংগঠন নেই, শুধু জেলা নেতৃবৃন্দ চেহারা দেখিয়ে বড় বড় পদ বাগিয়ে নিয়েছেন অনেকেই।
উপজেলার সাবেক জাতীয় পার্টির নেতা অবঃ পুলিশের হাবিলদার হায়াতুন্নবী, বেলঘর এলাকার ডা. আবুল বাশার,পেরুল দক্ষিণ ইউনিয়নের ডা. শাহজালাল ভূইয়া, ভূলইন দক্ষিণ ডা. আলী হোসেন, বাগমারা দক্ষিণের হাজী আবুল কালাম কালামিয়া, কনকশ্রীর রমিজ উদ্দীন, ভূলইন দক্ষিণের আউয়াল মজুমদার, ভূলইন উত্তরের অবঃ পুলিশ রুহুল আমিন, পেরুল উত্তরের অবঃ সেনাবাহিনী আবদুল মালেক, পেরুল উত্তরের হানিফ মেম্বারের সাথে আলাপকালে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। জাতীয় পার্টি নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের এই কমিটির মধ্যে দিয়ে বঞ্চিত করা হয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে জাফর ইকবাল একমাত্র প্রার্থী থাকার পরও তাকে না দিয়ে সভাপতি পদে পরাজিত প্রার্থীকে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থী। আমরা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট কমিটি পুনঃ গঠন করার জোর দাবি জানাই।
বিশ্বস্ত সূত্রে জানা যায় সভাপতি পদে পরাজিত আনোয়ার হোসেন কুমিল্লা দঃ জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক হুমায়ুন মুনসীর আপন ভাগিনা। সেই সুবাদে আনোয়ার হোসেনকে সাধারন সম্পাদক পদে পদায়ন করা হয়েছে।