ঢাকাবৃহস্পতিবার , ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের ঢাকা
  4. আজকের রাশিফল
  5. আদর্শ সদর
  6. আমাদের পরিবার
  7. আর্ন্তজাতিক
  8. ইসলামী জীবন
  9. উদ্ভাবন
  10. করোনা
  11. কুমিল্লা
  12. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  13. কুমিল্লা সিটি কর্পোরেশন
  14. খুলনা
  15. খেলাধুলা
আজকের সর্বশেষ সবখবর

দুপুরে ছিনতাই বিকেলে অভিযোগ রাতেই আটক ছিনতাইকারী! ছিনতাইকৃত মালামাল উদ্ধার

Edited by_Sakib al Helal
এপ্রিল ২৬, ২০২২ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সকালের কুমিল্লা ডেস্ক।।

কুমিল্লা নগরীর ফৌজদারি ও আদালত এলাকার চিহ্নিত ছিনতাইকারী তাহের কে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ দুপুরে আদলতের মেইন গেইটের সামনে থেকে ধনপুর এলাকার লোটাস’র স্ত্রী আইনজীবী নীলা আক্তারে ব্যবহৃত মোবাইল ও ভ্যানিটিব্যাগটি ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাইকারী তাহের। পরে আশেপাশের লোকজনের সাথে আলোচনা করে তার পরিচয় কিছুটা সনাক্ত করা হয়। খোঁজ নিয়ে জানা যায় তাহের পেশাদার ছিনতাই ও ইয়াবাসেবী। শুভপুর এলাকায় সবুজ রেষ্টহাউজের পাশের দোতলা ভবনে ভাড়া থাকেন। প্রায় প্রতিদিনই আদালত, ফৌজদারি ও আশেপাশের এলাকায় চুরি ও ছিনতাই করে থাকে।
বিকেলে কোতয়ালী মডেল থানায় একটি লিখত অভিযোগ দায়েরের পর পরই পরিদর্শক (তদন্ত) কমল এর নির্দেশনায় এসআই সমিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ছিনতাইকারী তাহের কে আটক করে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই সমির বিষয়টি নিশ্চিত করেছেন। আটকৃত ছিনতাইকারীকে সকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি। আইনজীবি নীলা আক্তার বলেন, ‘ফোনটি খুব গুরুত্বপূর্ন ছিলো। কোতয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় এত দ্রুত সময়ে ছিনতাই হওয়া মোবাইলটি ফেরত পাবো ভাবতেই পারিনি। কোতয়ালী থানা পুলিশের সকল কে আন্তরিক ধন্যবাদ ‘

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।