সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) গৃহহীন ২৭ পরিবারকে ভুমি,ভূমির কবিলয়ত,খারিজ,ডিসিআর,
সনদসহ গৃহের প্রয়োজনীয় কাগজ বুঝিয়ে দেওয়া হয়েছে।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার(ভূমি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা,কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন,মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ আহমেদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -১(বরুড়া) ‘র ডিজিএম মোঃ জালাল উদ্দিন, আদ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান লিমন,বীর মুক্তি যোদ্ধা আবদুল মান্নান, আবদুস সাত্তারসহ সাংবাদিকবৃন্দ।