সাকিব আল হেলাল।।
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা এলাকায় প্রাইভেট কার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত;এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা-চট্রগ্রাম মাহাসড়কের কুমিল্লার বুড়িচং এলাকার কাবিলা(মনিপুর) এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম মুখি একটি প্রাইভেটকারের সাথে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী শাহ আলম(৭০) নিহত হন।
নিহত শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মাঝিগাছার এলাকার বাসিন্দা।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে “।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।